সমতলে থাকার ধারণা জলে যায়না
জলের থেকেই তা রপ্ত হয়,
অন্ততঃ বিজ্ঞানের সেটাই বক্তব্য!

সবরকম চাপও তলের অতলে,
উচ্চতাই সেখানে বেশী মূল্য পায়
নীচে তার সীমা যতই ছড়াক...

আকাশের ধারণাও কিন্তু চুড়ো খোঁজে,
কোনক্রমে পরিশীলিত জলকে
গন্তব্যে না পৌঁছে তার আর শান্তি নেই...

রাধাচূড়া, কৃষ্ণচূড়া যখনই
বসন্তের দূত হয়ে ধরার শৃঙ্খলে জড়ায়,
তার আগেই বর্ষারানী কাজ সেরে যায়...

সব মিলিয়ে বলতে বাধা নেই
পৃথিবীর সমস্ত সমচ্চোশীলতাই
যেন পুতুল খেলার মতো সুতোয় বাঁধা...