নিকষ কালো মেঘে ওড়া
শ্রাবণ ধারা হতে চাই,
পশলা খানেক বৃষ্টি ঝরা
তুলট মেঘে স্বস্তি পাই।
বুকের ভারী সুখেই রাখি
যত্নে কাঁপে পবন ছল,
নীল সাগরে সবটা ফাঁকি
পারেতে সেই লবণ জল।
মন খারাপের পাহাড় ছেড়ে
নীলের ওই ফাঁকে জড়াই,
সবটা বরফ চোখ নজরে
অন্তিমে আর ভয় তো নাই।