একদিন ছড়ানো অবিন্যস্ত কথামালা
ছাঁটতে ছাটতে পৌঁছে যাই গন্তব্যে, কাণ্ডে!
তখনও একটা কাণ্ডজ্ঞানহীন পাখি
ডাক দিয়ে ওঠে কোনো কবির আসর থেকে...
বেশকিছু তরী যেতে যেতে পথ হারায়
কুলায় খুঁজেও হয়রান হয় একঝাঁক বুলবুলি
রাতে মায়াজোছনায় অদৃশ্য অরন্য কুহক
তবু সেই কাণ্ড রণিত হয় দেখি শাখাপ্রশাখায়...
কমণ্ডূলের গণ্ডুস জলেও স্বপ্নজালে থাকে যোগী
এক সাগর উথালপাথাল সাগরে বিলীন
বিশ্বভ্রমনরত একাধিক জাহাজ হতে
দেখা যায় বালুকণা কিংবা মোহনাও কদাচিৎ...