তীরে দাঁড়িয়ে একমনে
হয়তোবা কিছু ভেবে,
ঘাটের সিঁড়িতে তুমি বসে
পা দুটি ভেজাতে থাকো---
আমার দৃষ্টি চলে যায়
সুদূর নীল আকাশের কোলে,
সেখানকার সাদা মেঘের ভেলা
তোমার জন্যেই বয়ে আনবে রথ---
কিম্বা কালোমেঘের দাপটে,
তোমার এলোমেলো চুলগুলো
যখন খেলা করবে উচ্ছ্বাসে,
কিছুটা আপনমনে তবু অনিশ্চিত---
ইচ্ছে করে আরও একবার,
সুর ধ্বনির গুঞ্জনটা পরখ করে
শুধুমাত্রই বিলি কেটে কেটে
ভিজিয়ে দিতে আজ তোমাকে আবারও ---