বর্ষা যখনই ধারণ করে লকগেট
সেও নদীর মতো উত্তাল হয়ে ছুটে যায়,
আগল খুললে দুদিক দিয়ে দুই নদী___
ভিন্ন দেশের মাটি ঘেঁষেই যা চলমান দুধারায়...

বৃষ্টিবিকেল কাটিয়ে বহুবার
দেখি তার তপস্বিনী প্রবাহ,
কোনো সময় দরজার কারুকাজে___
ভেসে যাওয়া ভবিষ্যতও যেন নজরে আসে...

তবুও ভাল লাগে যখনই সে
সব সীমান্ত ভেঙেচুরে,
নতুন কোনো দ্বীপের জন্ম দেয়__
যাকে দুদেশই আগলে রেখে চলে...