সময় মতো  রাস্তা  খুঁজে
পথের  ধারে  বাঁধি  খুঁটি,
ভেঙে   চলি  তীব্র  বাধা
ঝাণ্ডা  নিয়েই  ছোটাছুটি।


সাঁকোর পথে সোজাসুজি
এগোতে চাই শূন্য  মনে,
মুখগুলো সব অমূল্য ধন
কব্জি  বাঁধা  জনে  জনে।


পদে  পদে কঠিন আঘাত
আজব যাদুর দারুণ ভোগ,
হাজার বেড়া তুলেও দেখি
কাটেই নি  বিন্দু সংযোগ।