নাগাল হতে যদিও বাইরে
তবুও ছিটিয়ে পরিমিত কিছু অহংকার,
খোলা বারান্দায় যেন প্রজাপতি ঘোরে।
নেই বলেই তো খোলামেলা
দূরত্ব মেনে চলার প্রয়োজনও কম,
তবু কিন্তু গল্প বলা।
শান্ত তুষারে
চুমু খায় অলির ঠোঁট,
রেনু সোহাগ করে।
একসময় চিলেকোঠার দুপুরে
ঘেমে ওঠে নয়নতারা,
ক্লান্তি ছড়িয়ে পরে।
পাখিরাও নীড়ে
শেষবারের মতো সাঁঝতারা দেখে,
কিচিরমিচির করে।