শান্তবটের আচ্ছাদনে একটু এসে বসা
সুর জগতে আশ্রয়হীন ঘোরাফেরা,
সন্ধ্যেবেলা কথার জবাব পায় না নিশা
মধ্যলয়ে দ্রুততা মেনে হই সারা।
রোজ সকালে প্রাত্যহিকীর ডাকেই পাই
সুরবিশিষ্ট নাটের গুরুর অবগাহন,
অশ্লীলতার কলুষমুক্ত শ্বেত দূরত্ব চাই
মনের মনিকোঠায় দেখি মহাপ্লাবন।
বইপাড়াতে মারছে উঁকি যে ভালবাসা
সেখানেই গোলাপফুলে সাতকাহন,
জেগে ছিলাম বিনিদ্ররাত নিয়ে আশা
অশ্রুজলে ভাসবে খোলা বাতায়ন।
বুক গভীরে চেনা কবির পরিমণ্ডলে
আশ্বাসে দেয় নিশ্বাসে সে বিশ্বাস,
সুর সুরকার ঘেঁটে ঘেঁটেও অচঞ্চলে
গোধূলি এসেই ধরছে এখনও রাশ।