বর্ষা মানেই স্কুলের পথে
বৃষ্টি মাথায় ঘোরা,
মানের পাতার ছত্র হাতে
যেতাম জোড়া জোড়া।

পুকুর ধারে তালগাছে কৈ
বজ্রপাতের জন্যে,
মাছের নেশায় খুব হৈচৈ
দেখতাম হয়ে হন্যে।

ক্ষেতের আলে হাঁটার সময়
শোল মাগুরের খেলা,
ছুটির কথা বাদলা হাওয়ায়
ভুলতাম যায় বেলা।

ফিরলে বাড়ি কানটা মুলে
বাবা বলেন, "শোনো,
স্কুলে পড়ে কোথায় ছিলে
পাত্তা পাইনি কোনো?"

মা বললেন, "দস্যি ছেলে
কি করেছে জানো?
শোল এনেছে আজকে ঝোলে
মাছ জুটবে জেনো।"

এবার বাবার কবজা হতে
একটু রেহাই পাই,
সেসব দিনের দৃশ্য পেতে
স্মৃতিপট ওল্টাই।