পর্দায় স্মৃতিগুলো ভাসে
রাতজাগা পেঁচা গান গায়,
তারাদের মুক্ত আকাশে
বাগানে জোনাই খেলে যায়।
বঁধুয়া ওই দরজারপাশে
রাত্রির গভীরতা মাপে,
অতল জীবনধারা হাসে
দিন গুজরান মনস্তাপে।
খিল দেয়া দরজাই জানে
বদলের ইতিহাসগুলো,
ধূমকেতু জেগে দিন গোনে
জীবন হয় একমুঠো ধূলো।