কূল ঘিরেই বসতি সব
বইছে মাঝে ছোট্ট নদী,
খেয়াতরী সাড়া জাগায়
সকাল সন্ধ্যা নিরবধি।
সুখদুঃখের নদীর দুপার
দূর থেকেই ভালো লাগে,
কিন্তু নদীর ধারায় সঠিক
দুটি পারের ছোঁয়া জাগে।
নদীর যত পরিচয় বসতির মাঝে,
দুকূলের মিলনে নদীও নিজে সাজে।