ঘাপটি মেরেও বাতাস চুপচাপ,
পালে নতুন হাওয়া উঠবে
মোচার ভেলায় সাগর মাতবে,
দমবন্ধ পড়ে থাকা এখনো নিরুত্তাপ।
চলমান সময়ের কাঁটা
হয়তো প্রবলতর উচ্ছ্বাস নিয়ে,
আমফানের স্মৃতিকথা মনে করিয়ে দিয়ে,
শুরু করবে নতুন পথে ছোটা।
প্রস্তুতি নিয়ে হাতে হাত রেখে বসে আছি,
সতর্ক প্রহরীও নিরলসভাবে চারপাশে,
কেউ শহরে; কেউবা সাগরপার ঘেঁষে,
সবার আকাঙ্ক্ষা একই, অল্পে যাতে বাঁচি।
***********************************
Cyclone Mocha 6/5/23 এ ঘূর্ণাবর্তের
সৃষ্টি করতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতেই
এই লেখা।