তৃতীয়ার চাঁদের মতো
একফালি সুখময় ঘরে,
সেরা স্বপ্নজালই এলো
মাঝরাতে মুক্ত আসরে।
হয়তো কিছু অভিমানে
ওড়ালো ভালবাসা পাখি,
রাতের আকাশে নিজেই
অনায়াসে পথভ্রষ্ট থাকি।
আঁধার ইতিহাসেই দেখি
ভৈরবের চাতক বায়না,
নীড়ে ফেরবার সুখদৃষ্টি;
তবুও তো জল পায় না।
পাতাঝরা দেবদারু স্থির
বালিশের আতর সুগন্ধে,
সৃষ্টি আয়নাই এসে বুঝি
অভ্যাস জাগায় বসন্তে!