সকাল বলে  সময় হয়ে গেছে
মনটা বলে আরো একটু উড়ি!
ঠান্ডা বাতাস কামড় দিয়ে যায়
ভাবনা দল কয় সেখানেই ঘুরি।

কম্বলে ভোর এখনো মুখ ঢাকা
আয়েশ ছাড়েনা  বন্দিত কুসুম,
ভাবি যদি ডানাকাটাপরী এসে
ভাঙ্গায় আমার স্বপ্নমেদুর ঘুম।

হিমেল হাওয়া পাহাড় চূড়ে যায়
ভাসি বেশ  মেঘ পর্দাটা সরিয়ে,
ছেলেবেলার কার্টুন মেশা ঘোরে
মন খারাপ পর্দা  আছে জড়িয়ে।

ভাসছিলাম আপন উড়ান তালে
বাস্তব এসে দরজায় দেয় টোকা,
দুয়ারে দাঁড়িয়ে সুয্যিঠাকুর বলে
আর যাবে না  স্বপ্নজালে ঢোকা।