নদীর কোলে জোয়ার এলে
কেইবা মনে করায়?
নয়ন জানে অমোঘ টানে
প্রজাপতি সাজায়।
কুল বরাবর নানান খবর
আস্ফালনের চালে,
সাগর ভাঁজে লহর সাজে
দূতাবাসের জালে।
যায়না বোঝা ভাটায় খোঁজা
শেষের পরিনতি,
নানান রঙে জীবন ঢঙে
উচ্ছলতার গতি।
মস্ত মায়ায় ব্যস্ত কায়ায়
মাত্র কিছু সময়,
অন্তিমেতে ভাটির হাতে
পরম শান্তি শোভায়।