ছায়াময় মায়াময় আধভেজা সকালে
এবার খুঁজে পেলাম এপিটাফ
ক্রশ একাই দাঁড়িয়ে, নীচে মার্গারেট বুলিও
এখানকার সব পথই কিঞ্চিৎ স্যাঁতসেঁতে
যেন আবহাওয়ার সাথে খাপ খাওয়া
নির্জনে কখনো হয়তো কোন কবি বা উন্মাদ
পুরোনো দেবদারুতে ছত্রাক খোঁজে
সেখানকার চাপাচাপি বাকলে
কিলবিল করে পতঙ্গের দল
মেঘের ভেতর হতে রাতঢেউ কখনোবা
পাহাড়ের কোল ঘিরেই
চার্চের অসংলগ্ন জমির বেষ্টনীতে
সবুজ ঘাসের ওপর পাথরকুঁচি বরফ
দুটি পৃথিবীর মধ্যে বিভেদরেখা টেনেও
স্মৃতির একটা আবেশ ছড়িয়ে দেয়
আর সেখানেই শায়িত শান্তি বিথান
বিথান> স্থানভ্রষ্ট