অল্প কিছুটা আলো
ছড়িয়ে এদিক ওদিক,
বাকীসব ঘন অন্ধকারে;
ছায়াচ্ছন্ন স্মৃতিরেখা যেন
রেখা রেখে পেরিয়ে গেলো,
কলেজের সুপ্ত করিডোর...

অবোধ সাত্যকি সত্য কি আর
জানবে কোনদিনও?
সময়ে সতর্ক হলেও কিন্তু
রেখা স্মৃতিতে ছড়িয়েই যেতো,
নবীনপত্রে ভুলভাল সব একগুচ্ছ লেখা
কেন্দ্রবিন্দুতে যার কিছু অস্পষ্ট রেখা...

সায়াহ্নবেলায় আমিও হঠাৎই
পেলাম পড়ন্ত সূর্যের অসীম দয়া,
তিলকরাঙা গঙ্গার দুরন্ত শোভা!
স্মৃতিরেখার স্মৃতিকণাও নেই অপেক্ষায়
বিগত সে লাবন্যমুখ ঈষৎ নতপ্রায়;
সম্ভবত এটাই ছিলো শেষ ভাঙ্গনের পার...