কাঁচাপাকা এবড়োখেবড়ো পথে
অসময়ের তুমি থাকো আমার সাথে,
সেখানে রঙবেরঙের আলপনায়
টিমটিমে আলো কানায় কানায়,
ওটাই আমার একমাত্র জলসাঘর...
বক্ষে তোমার লাগামছাড়া জৌলুশ
অচেনা পুরুষদের আদরে থাকে না হুঁশ,
মুঠোভর্তি যৌবন সময় ছুঁয়ে যায়
পরিচয় রাখো আলটপকা কথায় কথায়,
সদ্য জীবন একসময় মনে হয় অবসর...
আজও তোমার কলঙ্কিত পেশা
প্রতীক্ষিত একটু সুখের নেশা,
হাজার জট খুলেও পাই না কূল
কতটা মিথ্যে কতই বা নির্ভুল?
শুধু বুঝি তুমি আছো, যেমন খবরাখবর...