নীরবতা মেনেই বাতাসও চুপচাপ,
তবু বাঁকাপথ জুড়ে নির্মম উত্তাপ!
পেন্ডুলামের আওয়াজে টিকটিক
হাজার বুকের সুনামিরা ধিক্ধিক্।
জোনাকজ্বলা বাঁশবাগান চিকচিক
বুড়োবটগাছ একা দাঁড়িয়ে নির্ভিক,
এভাবেই জীবনখেলা বয় অনিবার
কখনো কখনো মেঘ উদ্দাম উদার!
ছায়া মেপে নিজে খোপে কিচকিচ
আকাশভাঙা বৃষ্টি জলের পিচপিচ,
বাতাস বলে গোপন কথা শেষবার
জীবন নামে নীরবতা হয় দুর্নিবার।