আজকের এই বিষন্ন রাতে
আমার টুকরো টুকরো খুনসুটিতে
তোমার নীলচে আঁখিদুটি
অ্যাসিড ছাড়াই যেন লাল হয়েছিল,
হয়তো খেয়ালই করো নি___
অনেকের চোখ ফাঁকি দিলেও
আমার কপোলদুটি কিন্তু
বেদনায় বেদানার রূপে সেজেছিলো,
বারবার মনে হচ্ছিল
একটু তবে কি বাড়াবাড়িই হলো___
অনিচ্ছা সত্ত্বেও আর মন বসলো না,
নিপুণ একটি বাণেই
সকলকে ধরাশায়ী করে রওনা দিলাম,
গাড়িতে কিছুটা চুপচাপ
বাধ্য হয়েই বললাম, কি হয়েছে বলতো?
ও বলে, চোখে একটা পোকা পড়েছিলো!
এরপর বাঁধভাঙ্গা হাসি___
আর বাকি কাজগুলো!
গাড়ীর বাইরে এলে পরেই জানবে
সেন্সর 'কাট কাট' বলে চেঁচিয়েই পাগল হবে___