রাতজাগা পাখির মতই
গভীর নিস্তব্ধতার মধ্যে
স্বপ্ন এঁকেছি প্রতিবাদের,
জানতে চাও তা কেন?
যাদের আমি ভালবাসি
সেই মুষ্ঠিবদ্ধ হাতগুলো
আমার ঘুম কেড়ে নেয়,
আর রাত বড়ই আপন।
সবকিছুকে বিদীর্ণ ক'রে
তুচ্ছহৃদয় গভীর বেদনে
জল আনে আঁখি কোণে,
সবটাই পবিত্র, নিষ্কলঙ্ক।
একটা সকালে একদিন-
প্রেরণা পাই অধিকারকে
নিজের মত করে চিনতে,
সেই শুরু জীবন সংগ্রাম।
আর তো ফিরে তাকাই নি
পথ ভাসে অনাবিল টানে।