চু কিৎ কিৎ না ফুরোতেই
বন্দী হলো ঘরে,
ওটাই ছিলো সেরা সময়
বুঝলো অনেক পরে।

একটু বড় হতেই দেখে
শকুন চারিধারে,
স্বপ্নজালে ধাক্কা অনেক
লুকোয় বারেবারে।

জানলা দিয়ে আকাশ খুঁজে
ব্যর্থ হলো চোখ,
মনের মতো কাউকে পেলে
ভাবে আপন হোক।

ঘর পেয়েছে মাথার ওপর
পেলো থাকার ছাদ,
অজানা এক শিকল দিয়ে
বাঁধা সাধ আহ্লাদ।

আজ মেয়েটা একলা ভীষণ
দেয়াল-ঠেকা পিঠ,
মরতে মরতে বারবার সে
খুলতেই চায় গিঁট।

দৃষ্টান্তের সেই মেয়েটা
হাজার ঘরে ঘরে,
জট খুলতে ব্যস্ত থাকে
আনন্দ নেই স্বরে।