চির প্রতীক্ষিত ঘন্টার ধ্বনি পাই
উৎসুক সবাই,
দুদিন আগে নয় পরে__

চারপাশের কোলাহল
বারবার মনে করায় হলাহল,
পড়ন্ত বেলার ভাবমূর্তি আধারে__

আর সেখান থেকে কোনো
বিদায়ের ছবি যেন,
জেগে ওঠে মনের কোণায়__

আমিও হৃদয় দ্বন্দ্বে মিশে যেতে চাই
আস্তে আস্তে সুতো গুটিয়ে যাই,
স্থিতিশীল দৃষ্টি নম্রভাবে চায়__

অন্তিমে দুর্বিষহ কালক্ষেপণে
বারংবার প্রশ্ন জাগে মনে,
যাত্রাপথে কোথায় সবাই__

আশ্রয়ের সন্ধানে গিয়ে দেখি
কালিদাসের ফাঁকি,
দীর্ঘ জীবনে বসে সেই একাই__