এখানকার স্বপ্নে আজ গাঁয়ের নদী নেই
নেই মায়ের কোনও উৎকণ্ঠাও,
বাবার চোখ রাঙানিও এখন পুরোপুরি কব্জায়
যাকে বলে নিজের দখলে,
আপন সন্তানের প্রতি কখনো সখনো...
সফল দম্পতির সন্তান হিসেবে সে খুব দামি,
সুইস ব্যাংক হতে মাইনে তোলে,
মস্তো ফ্লাট মেশিনপত্ররেই প্রায় ঠাসা!
আাদর্শ সেই সন্তানের মতে,
বাবা মা দেশের মাটিতেই তো বেশী মানানসই।
সাদাকালো টাকার ভিড়ে তলিয়ে তলিয়ে
এখন সেও কোনো এক সত্যজিৎ এর নায়ক…