স্বপ্ন বাতাস ভিজে আকাশ
থেকে অনেক দূরে,
চাতক দৃষ্টি পায়না বৃষ্টি
কাঠফাটা রোদ্দুরে।
সাগর কূলে এলো চুলে
মন দিয়েছি খুলে,
রূঢ় ভাষা বোঝার আশা
পাইনি সবুজ-নীলে!
দুঃখ মেশা হাজার তৃষা
অরণ্য সম্পদে,
ঝরা পাতায় মর্মরতায়
মেটেনি আহ্লাদে!
শৈলচূড়ে আকাশ জুড়ে
দেখে অচলগিরি,
ভুলগুলো সব হয় বান্ধব
অরণ্য সুন্দরী।