পারলে  একটা কলম  দিও
ভরাবো  মন   রঙিন   করে,
খেয়াল মতো আসতে পারো
ভাবনা  নদীর  দীঘল  চরে।

সময়  পেলে  বাতাস   দিও
কাগজ  ঘুড়ি   ওড়াই   বলে,
সেই  ঘুড়িতেই  খবর  যাবে
তেপান্তরের    প্রান্তে   চলে।

প্রতিপদের   একফালি  চাঁদ
পেলে নিতাম জোছনা মেখে,
নাইবা  পেলাম পূর্ণিমা  স্বাদ
করবো  প্রণাম দূরের থেকে।

দাওনা   টুকরো  ছেঁড়া  রুটি
খিদের  জ্বালা   বড্ড  জ্বালা,  
বিনিময়েই  না   হয়   দেবো
ভালোবাসার  শুকনো  মালা।