শরৎ এলে আকাশ নীলে
তুলোর ছড়াছড়ি,
শরৎ এলে কাশের কোলে
সাদার ঘোরাঘুরি।
শরৎ এলে দামাল ছেলে
চাঁদার জোরাজুরি।
শরৎ এলে মেয়ের চুলে
শ্যাম্পুর কারিকুরি!
শরৎ এলে তুফান তুলে
ঢাকের বোলে কাঠি,
শরৎ এলে সদলবলে
মায়ের মর্তে ঘাঁটি।
শরৎ এলে দেদার চলে
পুজোর কেনাকাটি,
শরৎ এলে শপিং মলে
জামার পরিপাটি।
এইতো কদিন শরৎ রঙিন
দুগ্গি মায়ের চালে।
তাইতো শরৎ মাতায় জগৎ
আশার প্রদীপ জ্বালে।