চব্বিশে রাত ঘুমিয়ে কাত
তখন মায়ের পাশে,
কেক নে' এসে সান্তা বসে
আমার শিয়র ঘেঁষে!
নীলপরী দল নিয়ে হিমজল
কেকের চারিধারে,
স্বপ্ন ভাঙ্গার অপেক্ষা আর
সইতে নাহি পারে!
প্রজাপতির পাখনা অধীর
ফুলকি তোলা কেকে,
দিব্যি বসে হিসেব কষে
ভাগে কতটা থাকে।
সুয্যি মামা লালচে জামা
পড়েই পুব গগনে,
ভাবতে থাকে কিকরে ডাকে
ভাগ্নেকে দিনমানে!
ঠিক সে সময় ঘুম ভেঙ্গে যায়
দেখি মাথার কাছে,
সান্তা মায়ের কথায় কেকের
পাহাড় রেখে গেছে।