তোষামোদ করার লোকগুলোও
একসময় অসহযোগ করে,
ধাপে ধাপে সময়ের গণ্ডি পেরিয়ে দেখি
চেনা জনপদ গিরগিটি হয়ে ওঠে,
খুবই চেষ্টা করি গুছিয়ে কাজ সারতে__
কিন্তু শেষ সারির দুর্নাম কাটে না...

একেক সময় ভাবি
যারা ওই এগিয়ে ট্রেন বাস ধরে,
কেন তাদের মুখোমুখি হতে পারিনা?
নিজেও বুঝি এভাবে বাঁচা যায়না
একদল সংঘবদ্ধভাবে জায়গা করে নিচ্ছে,
নিয়মিত ভোল পাল্টে ওরা প্রায় শীর্ষে...

তারপর হলো চিচিং ফাক!!!
নিজের অজান্তেই জুটে গেলো
বেশ কিছু স্তাবকের দল,
এই কি নসিবের ভানুমতীর খেল?
আমি এখন নিজগুনে রঙবদলের দলে
হাত মিলিয়েছি...

নিজেই বুঝতে পারছিনা,
এ আমার উন্নতি সোপান না পাতাল গমন!