আলসেতে বসে বসে কতই ছবি যে আঁকি,
মনখারাপের আলোরা
কখন যেন আলতো করে
ছাদের গোড়ায় একসময় টুপ করে
ঝরে পড়ে দেখি,
ওই বাগানের হলদে ঘাসের কার্পেটে...
বন্ধ দরজার আগল
কিন্তু কখনোই আলগা থাকে না,
সেখানকার নির্জনে আজও ভাসে কতই না
মোহময়ী নাটুকে আহ্লাদ!
কারো না কারো উপস্থিতি পাই
যত্রতত্র ছড়ানো ছেটানো, যদিও অনিয়মিত...
তবে এখনো নিশ্চিতভাবে বলতে পারি,
ধোঁয়া ধোঁয়া অন্ধকার পেরিয়ে
পরিষ্কার দৃষ্টান্ত গড়তে পারার মতো,
এমন কোন মানুষের ছবি
কিন্তু আঁকতে পারিনি শত চেষ্টাতেও,
কিছু না কিছু খুঁত খুঁজতে গিয়েই হয়তো বা...
ভাবছি হলুদ ঘাস কবে আবারও সবুজ হবে...