আটকাবো না, এবার নৌকো ছাড়ো
ইচ্ছেমতো মুক্তবেনীতেই পাড়ি দিতে পারো!
মনে মনে জানি, রঙিন দিন চিরস্থায়ী নয়
মনের কোণায় রাখবো কিছু পরিচয়,
ঠিকই ফিরে আসবো একা একা__
মনে করবো না আর কোনো, হঠাৎ দেখা...

এটাকে কোনো হারিয়ে যাওয়া বলবো না
তোমার কণ্ঠে দেওয়া সুর বাজে আনমনা,
সেসব পুরোনো ক্যাসেটের একাকীত্ব
কতো গান কতো কবিতা যেন বেনামী শর্ত!
সম্পর্ক নদীতে ভাঙা সেতুর সমান__
একসময় মোনালিসাও খুঁজে বেড়ায় প্রান…

দুঃখের পৃথিবীটা নিজেই পেরোতে চাই
বন্ধনের এ বেড়াজালে বন্দী হয়েছে রাই...