পাহাড়ের কোল ঘেঁষে
চমকে ওঠা দেবদারুর সারি,
পেরিয়ে খানিকটা গেলেই
চার্চে যাবার সবুজ মেঠো পথ__
সেখান থেকেই নতুন হিসেব শুরু...
বনতুলসীর সুগন্ধিতে লেখা
হাজার বছরের কল্পিত কাহিনী__
ওখানে গাছগাছালিরা গোপনে করে
চিঠির আদানপ্রদান,
মুরোদ কদিন নিয়ে, শীতের অধিবেশন...
এখনো যখনই ঝাউতলায়
দেখি কোন এক মৌনি সাধক__
খুলে যায় যুগের হিসেবের খেরো খাতা;
দূরে বনমুরগির পায়ের চলন
ডাক দিয়ে বলে - 'চরৈবেতি, সামনে সুজাতা... '