বয়স তো কম না সাত ঘরানা
চোখের নজর কম,
তবুও কি তায় চুপ থাকা যায়
বকে যাই হরদম।
জিন্স আর জামা বাদ পাজামা
হাঁটুর পাশ ছেড়া,
চলছে জোরে এই বাজারে
আজকাল যা সেরা।
নীতি কথা ব্যঙের মাথা
কষছি মনে আঁক,
কলপ মেখে গোঁফটা ঢেকে
যায় কি বোঝা পাক?
ধম্ম কথা বলি বৃথা
লাগবে ওতেই তাক,
নয় কে ভবে পাত্তা দেবে
হাটেই হাড়ি ফাঁক।
শুদ্ধাচারে মুর্গি ফেরে
নয় তা লঘুপাক,
শমন পাবো সামলে যাবো
আসবে যখন ডাক।