দৃষ্টি দিয়ে করছো বিচার
কাজটি বড়ই শক্ত,
আগে নিজের দৃষ্টি ঘোরাও
করতে কাজটি রপ্ত।

মানুষ চিনতে যুগ কেটে যায়
যায় না তবু চেনা,
সব মানুষই ভিন্ন মনের
হোক না যতই জানা।

হিসেব মতো কেউ কারো না
শুধুই তাপ্পি মারা,
সময় ভালো চললে জেনো
হয়না পরখ করা।

কিন্তু যখন হোচট খাবে
সব ভেঙে চুরমার,
তাই সময়েই বাঁধনটাকে
সামলানো দরকার।