সময়ে   মজা,
করলে সোজা,
জীবন  বোঝা,
কালকা মেল।

আজ যে রাজা,
ফকির   সাজা,
বিচারে  তাজা,
হাতের  খেল।।

হাঁটতে    হলে,
পেছল    ভুলে,
এগিয়ে   গেলে,
মিটবে    আশ।

সময়      বলে,
কে  যায়  জলে,
কার  বা  ফলে,
সবুজ     ঘাস।।