দিন গতপ্রায় মাস চমকায়
এবার বছর যাবে,
জীবন স্মৃতি গাইবে গীতি
শুনলেই ঠিক পাবে।
নতুন বছর তোমার শহর
সাজবে নতুন বেশে,
বছরভোর সুখের সাগর
খুঁজো ভালবেসে।
দায়িত্ব আছে তোমার কাছে
যাতে নতুন দিনটা,
থাকে সেরা মোড়ক মোড়া
ঘুচিয়ে সব চিন্তা।
*** ৩১/১২/২২ রাত ১০টা ৩০ শে লেখা।