প্রতিটা উৎসবেরই শুরু হয় নরম সুগন্ধে
ব্যস্ত কবির নিবিড়ভাবে কবিতা পাঠ
চোখে মুখে কিছুটা ভয়ের চিহ্ন
সাথে সাথে চলছে টুকরো কথাবার্তাও
বলার কন্ঠ শোনার কান ছাপিয়ে...
এরমধ্যেই পুরস্কারের আয়োজন ছিমছাম।
সেখানে দরদালানের চারপাশে আড্ডা
কালক্রমে পালে হাওয়া লাগে
কথার ছলচাতুরী নিয়ে একসময় হৈচৈ
সুনিপুণ হাতের কারসাজিগুলো
কখনো ধরা পড়ে, কখনো বা সীমাহীন...
মনে হয় মেঘের ভেলায় খেলা অবিরাম।
দিনাবসানে ঘরে ফেরার পালা
আলপথ বেয়ে তিন চাকার ভ্যানে পকপক
বিচারক বা কবির কোনো পার্থক্য নেই
দুপক্ষেরই যুতসই আলাপসালাপ
লক্ষ্য একটাই ডাউন ট্রেন ধরতে হবেই...
মন অবান্তর এক দুশ্চিন্তার ছাপ।