চারপাশের ঘনবসতি আর
এদিক ওদিক হতে বিস্তীর্ণ যানজট ছাড়িয়েও
প্রত্যুষের স্নিগ্ধ বাতাস স্পর্শ করে,
তোমার দৃপ্ত অবয়বে রবির কিরণ মেখে...

মধ্যাহ্নের তপ্ত কোলাহলে
নানান দাবির কিংবা দলগত বুলির ছয়লাপ
সন্ধ্যায় পদপ্রান্তে ক্লান্ত পথচারীর ভীড়,
আর সাথে বিক্রির আশায় কিছু ফেরিওয়ালা...

তবুও সেখানেই গণসমাবেশ
বদলে যায় ঔদ্ধত্য সম্মিলিত চন্দ্রশেখর বহু
নিশিভর বিনিদ্র নগরীর মাঝেও একা,
স্থিতিশীল মেরুদণ্ডের নগর গৌরব, শহীদ মিনার...