জীবন ভেবে কলমে চলে
যৌবনের লেখা,
আবার সাঁঝে যত্নে মেলে
শৈশবেরই দেখা।

হঠাৎ ওঠা হাসির রোলে
শুনে তোমার কথা,
দগ্ধ হিয়ার তৃপ্তি মূলে
আজব গোপনতা।

পৌঁছে গেলে সাঁকোর পারে
খুঁজি মানবতা,
সেখানেই তো বাহুর পরে
লক্ষ প্রেমগাঁথা।