প্রতিজ্ঞা অবিরত তবু থাকে ভ্রম,
কামনা বাসনা সব কূচক্রীর দলে!
সাধনা ধ্যানের চিন্তা হয় পন্ডশ্রম,
প্রতিজ্ঞা অবিরত তবু থাকে ভ্রম।
কিন্তু মহাজ্ঞানীর বশীভূত সংযম,
আজও সদিচ্ছা তাই রয়েছে দখলে।
প্রতিজ্ঞা অবিরত তবু থাকে ভ্রম,
কামনা বাসনা সব কূচক্রীর দলে!