অগোছালো সাদাকালো একঝড় চাই,
অনুভূতির মিছে স্তুতির সীমানাই নাই।

মুখোশেরা চুলচেরা সব কথা যে কয়,
দিনমানে  সব জানে তারা সাথে নয়।

মনে মনে  সযত্নে খোঁজে  চোরা  পথ,
সমকথার নানান ছাতার নানান মত!

আরকতো  ক্ষত সয়ে বলো চলা যায়,
বেহিসাবী  আর  হাবিজাবির  পন্থায়!

তাই বলি  সাথে চলি এসো খুঁজে  যাই,
অগোছালো সাদাকালো একঝড় চাই!