ধমনীর আশপাশে কখনো দেখি
উঠে আসে লতানে গোলাপ
বসন্তবাহারে নয়, কাঁটা সাথে নিয়ে...
এ আমার কন্দরের ডাকঘর,
চিঠিপত্র যাতায়াত করে
কিন্তু হিসাব নিকাশ চলে না এতটুকু...
বহুবার দেখেছি নিজের অজ্ঞাতে
অজানা জোছনার আনাগোনা,
খবরাখবর পাওয়ার পূর্ণসুখ কখনও বা...
এখন নিজেই নিজেকে সহ্য করি,
অনুসন্ধানী মনে নাড়া দিয়ে বুঝি
ভালো থাকা, এক অগ্নিকাণ্ডের শেষে...
যেখানে
কুড়িয়ে পাওয়া যায় সবুজ পালক...