শব্দ মোড়কে মানবতা
মনের বিশ্বাস,
ব্যবহারের নৈতিকতা
আনবে প্রশ্বাস।

শব্দ দুষ্ট
মহা জঘন্য,
শব্দ তুষ্ট
অগ্রগণ্য!

শব্দের আড়ালে চলে
মনের বিকাশ,
শব্দব্রহ্মের পরিমলে
উজ্জ্বল প্রকাশ।