রোদ হেসেছে ঠিক সকালে
ভিজে মেঠো পথে,
বাজিয়ে ভেঁপু গাঁয়ের ছেলে
যাচ্ছে পাঠশালাতে।
হুল্লোড়েতে দলবেঁধে সব
বই খাতা শ্লেট হাতে,
বলবেটা কে ছিলোনা রব-
শীতকাতুরে রাতে?
ওদের জীবন এমনি চলে
সুখ দুঃখে ভরা,
ফেরার পথে দিঘির জলে
একটুকু মাছ ধরা।
খাবার পাতে ভাত দুমুঠো
খোঁজার হয়না মানে,
তবুও চিত্ত হয় না ঠুঁটো
বাঁচতে ওরাই জানে!