নীলাম্বর চেনেনা আমাকে,
তাও একবার সে বলেছিলো
একচিলতে মেঘ পাঠানোর কথা,
তখন আমার সদ্য যৌবন ওকে বলেছিলো-
নাঃ, মেঘ নয়, রোদ নয়, নয় বৃষ্টিও,
পারলে আকাশগঙ্গার অতল হতে
সময়ের বুক চিরে একটা কবিতা পাঠিয়ো...
আজ ঘন কুয়াশা পর্দায় সজ্জিত
দিনগুলো এখনো ভীষণভাবেই মুক্তিকামী,
নতুন করে আর বলতে পারছি না
রোদ, বৃষ্টি বা মেঘমল্লারের পরশ চাই না,
কবিতাই আমায় গুরুত্ব শিখিয়েছে-
সবার ওপরে যথাযথ দৃষ্টি বর্ষণ করে
প্রয়োজনীয় সময়কে বাঁধার...
এখন ঠিকই বুঝেছি,
নীরব চোখের আড়ালেই থাকে
রোদেলা সকাল,
মনের কুয়াশাও তাই পুরোই কেটে গেছে...