রাতের জলসাঘর মোহময় হলেও
আষ্টেপৃষ্টে তার জড়িয়ে অন্ধকার,
বাগানের ফাঁক দিয়ে এখনও
দেখতে পাই কিন্তু রোদের উঁকিঝুকি,
কণ্টকাকীর্ণ পুষ্পের ডালে ডালে
এখনও ভালবাসা গন্ধ ছড়ায়।
কুহেলিকা থেকে বেরিয়ে এসে
আলেয়ার স্বপ্নগুলোকে তুলে রাখো,
পারলে একটু রোদ্দুর মাখো।
দেখবে, আঁধার ফেরার হলে
একসময় চোখে চোখ রেখে ওই
বাগান জুড়েই হবে গোলাপের চাষ।