বাংলাভাষার রত্নখনি যত্নে আছে তোলা,
খুঁজলে পরে সাগর মেলে মুক্তনীলে ছন্দে।
বুঝেছিলো সাগরদাঁড়ির ইংরেজী হরবোলা,
বাংলাভাষার রত্নখনি যত্নে আছে তোলা।
তাও বাঙালী ভাষা ভুলে নেয় ইংরেজী ঝোলা,
মধুর ভাষা পাগলপারা হাড় বজ্জাতি গন্ধে,
বাংলাভাষার রত্নখনি যত্নে আছে তোলা,
খুঁজলে পরে সাগর মেলে মুক্তনীলে ছন্দে।