সাজিয়ে কুয়াশার কুঁচি কুঁচি চাঁদ
মনের অলিন্দে রাখি
স্মৃতির খেয়ালে...

লজ্জাবতী জোছনার কথা
একাদশী বেশ গোপন রেখেছিলো
বাসরসজ্জার আড়ালে...

চশমা ছাড়া নীল চোখে
ছেলেবেলার আলো-আঁধারি বন্ধু
মেঘলা বাজারে...

পাতায় পাতায় মুদ্রিত
খোলা হাওয়ায় মুক্তি পাওয়া
রাতের কবিতা আস্থা খুঁজে মরে...