চাঁদের কুঁচি সাজাই পুঁজি
মন কার্নিশ জুড়ে,
স্মৃতির দেয়াল জাগায় খেয়াল
লাজুক বৃন্দ সুরে।
দীপের টোপে আদল মেপে
ভুত চতুর্দশী,
আলো আঁধার বন্ধু হাজার
জাগে দিবা নিশি।
মেঘলা বাজার পাতার বাহার
আয় না রাত কবিতা,
চুপিসারে আদর করে
না মেনে ভনিতা।