সারাজীবন হিসেবি মন
খালি হাতেই ফেরা,
জীবন কথা জাগায় ব্যথা
থাকে নিয়ম ঘেরা।
মুঠোফোনে লাগাম টেনে
থাকতে চাইলে দূরে,
স্বজন যারা 'পর্দা ঘেরা'
বলবে নিন্দে করে।
আদর আছে যাদের কাছে
বন্দি বৃদ্ধাবাসে,
শৈশবও তাই স্নেহ ছাড়াই
ছদ্ম হাসি হাসে।
ফুটের ধারে জন্মায় বাড়ে
এ কোন নতুন ভারত?
স্বপ্নজালে আছি ভুলে
অগাস্টে মহরত!
যেদিকে চাই শ্রাবণ ধারাই
তৈরি করে খাঁচা,
নবোদ্যমে বর্ষ ক্রমে
ঝাণ্ডা তুলেই বাঁচা।
এমনি ভাবে দিনতো যাবে
যেমন গেছে আগে,
রসের পাকে পিঁপড়ে থাকে
ভাবতে ভালো লাগে।